অনলাইন ডেস্ক :
পূর্ব ঘানার ভোল্টা হ্রদে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ঘানা পুলিশ সার্ভিসের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডের মুখপাত্র ইবেনেজার তেতেহ বলেছেন, শুক্রবার ভোররাতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি প্রবল ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
তেতেহ বলেন, এতে সাতজন নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছে। এছাড়া বাকিদের উদ্ধার করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে দ্বীপের একটি বেসরকারি মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন