অনলাইন ডেস্ক :
বাংলাদেশে অভিনয় জগতের দুই নক্ষত্র ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। তাদের নিয়ে ‘দুই দিনের দুনিয়া’ নামের এক নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাস। দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করেছে। ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম নির্মাতা অনম বিশ্বাস বলেন, ওয়েব ফিল্মটার শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তাছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। সামনে টিজার প্রকাশ হবে। তার পর সব বলতে পারবো। এ বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে শিগগির আসছে ‘দুই দিনের দুনিয়া’। উল্লেখ্য, ‘দেবী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অনম বিশ্বাস। এর আগে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’তে। তবে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে এই প্রথমই হাজির হচ্ছেন নির্মাতা।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব