চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি টিনশেড কলোনিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তালহা বিন জসিম বলেন, বুধবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে আমিন কলোনির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়, যেখানে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ বাস করেন এবং পরবর্তীতে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে বায়েজিদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে গাড়িচাপায় বন টহল দলের সদস্য নিহত