চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন আতঙ্কে নীচে নামতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, দুপুরে বাদমতলী মোড়ে অবস্থিত আম্বিয়া গ্রুপের নীড টেক্স সিটিজি লিমিটেড গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে কেউ দগ্ধ হয়নি। তবে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে দুইজন আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কারখানায় প্রায় ছয়শ’ জন শ্রমিক কাজ করেন।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী