অনলাইন ডেস্ক :
ভ্যাট কমিশনের অভিযানের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা প্রত্যাহার হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে কারখানা যথারীতি চালু হওয়ার কথা রয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকেলে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এ ঘোষণা দেয়। বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই গত মঙ্গলবার চারটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই সময় কমিশনের তিনটি দল অভিযানের নামে কারখানাগুলোতে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেন। এ ছাড়া কারখানা থেকে বেশ কিছু নথি ও কম্পিউটার নগরের আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১০ নভেম্বর) থেকে সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তিনি আরও বলেন, বুধবার (১০ নভেম্বর) আমাদের সঙ্গে কর্তৃপক্ষের কথা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সব কটি কারখানা চালু হবে। গত মঙ্গলবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত সীতাকুন্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান পরিচালনা করে ভ্যাট কমিশন। এগুলো হলো- ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন। এ সময় ভ্যাট ফাঁকির অভিযোগে কারখানাগুলোর কার্যালয় থেকে বেশ কিছু নথি ও সরঞ্জাম জব্দ করা হয়। বিএসবিআরএ সূত্রে জানা গেছে, সীতাকু- এলাকায় প্রায় ১৫০টি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে সচল অর্ধেকেরও কম কারখানা। সচল কারখানাগুলোতে অন্তত ২০ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা বন্ধ ঘোষণায় তারা বেকার হয়ে পড়েন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী