চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রাক ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৪৭) ও কাভার্ডভ্যানের মালিক মাসুম বিল্ল্যাহ (৪২)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে দ্রুত গতির একটি মিনি কার্ভাডভ্যান মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে কার্ভার্ডভ্যানটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও মালিক ঘটনাস্থলে নিহত হন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনায় ঘটতে পারে। মালবাহী ট্রাকটি ধীরগতিতে ছিল বলেও জানান এসআই।
—–ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন