চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লেগে দু’জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নিউটন দাস জানান, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লাগে এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার