চট্টগ্রাম মহানগরীরতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সিএন্ডবি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন বলেন, চালক খালি গাড়ি পার্ক করে চায়ের দোকানে যান। গাড়িতে তখন হেলপার ছিলেন। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে বাসে আগুন দেওয়ার খবরে রাত ১২টার দিকে ওই এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার