January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 1:03 pm

চট্টগ্রামে বাড়ির ছাদের ট্যাংকে গৃহবধূর লাশ!

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় এক বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ইপিজেড থানার বন্দরটিলার খলিল হুজুর ভবনের পানি ট্যাংক থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মৃত মর্জিনা আক্তার (২১) পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এলাকার ওয়াহিদুল গাজীর মেয়ে। তার স্বামী পেশায় একজন নির্মাণ শ্রমিক। স্বামী-সন্তান নিয়ে ওই ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, এর আগে স্ত্রীকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বামী মো. হাসান।
এদিকে, লাশ উদ্ধারের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তার স্বামী। গৃহবধূকে তার স্বামী খুন করে পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ভবনের ভাড়াটিয়ারা ছাদে উঠে পানির ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি খেয়াল করলে ভবন মালিককে জানানো হয়। পরে ওই ভবন মালিক ট্যাংক খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, আমারা সন্দেহ করছি মর্জিনার মৃত্যুর সঙ্গে তার স্বামী জড়িত। কারণ লাশ উদ্ধারে পর সে আত্মগোপন করেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই গৃহবধূর স্বামী তার সাত মাস বয়সী শিশু সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে বলে তার স্ত্রী ফিরলে যেন সন্তানকে তার কাছে দিয়ে আসে। এর একদিন পর শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের জিডি করেন নিজেই।

—-ইউএনবি