চট্টগ্রামের পতেঙ্গায় শনিবার ভোরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আরও আটজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এই ঘটনায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন