চট্টগ্রামে পটিয়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার কমল মুন্সির হাট এবং সীতাকুণ্ডের ইকোপার্ক গেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এস এম আজিজুর রহমান খোকন, সৈয়দ আলম ও সীতাকুণ্ডে অজ্ঞাত এক নারী (৫৫)।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস রাত সাড়ে ১১টায় পটিয়া কমল মুন্সির হাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক ও চালকের সহাকরী পালিয়ে গেছে।
অন্যদিকে, একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকোপার্ক গেট এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৫৫) এক নারী নিহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রাতে রাস্তা পারাপারের সময় ওই নারী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর পরিচয় শনাক্তে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
গোলাপগঞ্জ উপজেলায় ব্র্যাকের অবহিতকরণ সভা
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়ে ডাঃ শফিক
রংপুরে সাংবাদিদের সাথে মতবিনিময়