January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 4th, 2024, 7:56 pm

চট্টগ্রামে হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হোটেল ‘পেনিনসুলা’ থেকে জজলো মাইকেল সিজারবেয়া নামে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষের বিছানা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি পোল্যান্ডের নাগরিক। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগস্টার বায়িং হাউজের কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব পালন করতেন। তবে তিনি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্কের কোয়ালিটি চেক করতে এসেছিলেন। কীভাবে তার মৃত্যু হলো তা তদন্ত করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা বলেন, নিহত বিদেশি নাগরিক জজলো মাইকেল গত ২৪ ফেব্রুয়ারি পেনিংসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষে উঠেন। তবে রবিবার (৩ মার্চ) থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়। পরে পোলিশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানান, নিহত ওই পোলিশ নাগরিকের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। খাটে ও ফ্লোরে রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া রুম ছিল এলোমেলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি।

—-ইউএনবি