চট্টগ্রাম মহানগরের খুলশী থানার দামপাড়া বাস কাউন্টার ও আকবরশাহ থানা এলাকায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের এক সহকারী (হেলপার) আগুনে পুড়ে আহত হয়েছেন।
রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনা দু’টি ঘটে।
জানা গেছে, রাত ১০টার দিকে ১০-১২ জন যুবক মশাল নিয়ে এসে দামপাড়া সৌদিয়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকার বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে মো. নাজিম উদ্দিন নামে অন্য একটি বাসের হেলপার দগ্ধ হন।
আহত হেলপারের নাম মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমরা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ঠিক ওই সময় হঠাৎ ১০-১২ জন ছেলে লাঠিসোঁটা হাতে আশপাশের বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। আমাদের বাসের চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে এবং ওই বাসে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে আমার বাম হাত পুড়ে গেছে।’
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাদের কাউকে চেনা যায়নি বলে জানান তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘দুবৃর্ত্তরা বাসে আগুন দিতে এসে মশাল দিয়ে রিল্যাক্স গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এ সময় ওই হেলপার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বাসের কেউ আহত হননি।’
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও