January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 18th, 2023, 3:14 pm

মাস্কাট থেকে আসা বিমান থেকে ২০৪ টি স্বর্ণবার জব্দ

অনলাইন ডেস্ক :

মাসকাট হতে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং BG122 ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক ১১ঃ৩০টায় কাস্টম হাউস ঢাকার কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক একটি অভিযান পরিচালনাকালে উক্ত বিমানের কার্গোহোল্ড হতে ২০৪ টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন প্রায় ২৩.৬৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা প্রায়।

উক্ত স্বর্ণবারগুলি কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। ধারনা করা যায় যে, এটি বিমানের ওয়াশরুমের কোন একটি স্থানের স্ক্রু খুলে ওয়াশ রুমের ভেতর থেকে কার্গোহোল্ডে ফেলা হয়েছে অথবা বিমান সংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক কার্গোহোল্ডের কেবিনেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ইনভেন্ট্রিপূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।