January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 8:21 pm

চট্টগ্রাম টেস্টে সাকিবকে খেলাতে চান না কোচ

অনলাইন ডেস্ক :

প্রতিটি টেস্ট সিরিজ শুরুর আগে এখন বাংলাদেশ দলের বড় প্রশ্ন থাকে, সাকিব আল হাসান খেলবেন তো? গত কয়েক বছর ধরেই এমন চিত্র দেখা যাচ্ছে। এবার যেমন স্কোয়াডে নাম আছে, টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশেও ফিরে এসেছেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্ট খেলতে পারবেন না বলেই এতদিন জানা ছিল। এখন আবার নতুন খবর। করোনা নেগেটিভ হয়েছেন সাকিব। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন তিনি। তবে ১৫ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরোটাই নির্ভর করছে তার ফিটনেসের ওপর। পুরোপুরি ফিট হলে সাকিব খেলবেন, তা একপ্রকার নিশ্চিত। তবে আংশিক ফিট হলে এই অলরাউন্ডারকে খেলাতে চান না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার (১৩ মে) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই কোচ বলেন, ‘যে কেউই সম্পূর্ণ ফিট সাকিবকে দলে পেতে চাইবে। কিন্তু ৫০-৬০ ভাগ ফিট কাউকে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি ফিট হতে হবে।’ তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। খেলা এবং অনুশীলনের মধ্যে না থেকে হঠাৎ করে এসে পাঁচ দিন খেলা আরও কঠিন। তারওপর সে কোভিড থেকে সুস্থ হয়েছে। আমারও করোনা হয়েছিল, জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এতে। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়, এখানে পাঁচ দিন প্রায় ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হয়। এসবও বিবেচনায় আনতে হবে।’ তাই সাকিবকে আজ শনিবার পরখ করে দেখতে চান কোচ। ডমিঙ্গো বলেন, ‘তার ফিটনেস পরীক্ষা করাতে হবে। করোনা থেকে সেরে উঠেছে মাত্র। খুব বেশি ক্রিকেট কিন্তু ও খেলেনি। সাকিব অবশ্যই আমাদের বড় খেলোয়াড়, সে দলে ভারসাম্য নিয়ে আসে। তাকে আজ শনিবার আমরা দেখবো। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হুট করে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন। পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হয়।’