ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট (ইলেক্ট্রনিক গেট) চালুর পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট চালু করা হবে।
সোমবার বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়া দ্রুততর করতে এবং পরিষেবার মান উন্নত করতে মঙ্গলবার (১৫ নভেম্বর, ২০২২) ই-গেটগুলো উদ্বোধন করা হবে।
ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশ পরিচালনা করবে এবং প্রতিটি গেটে ক্যামেরা বসানো হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারেন, কারণ ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলা স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটি ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।
এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্টে একটি অন্তর্নির্মিত মাইক্রোপ্রসেসর চিপ থাকে যাতে ধারকের বিবরণ থাকে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো ই-পাসপোর্ট স্ক্যান করার পর বিমান যাত্রীদের শনাক্ত করবে। এবং প্রক্রিয়াটি ভ্রমণ সংক্রান্ত নথি যাচাইয়ের সময় উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী