চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ায় ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এ ঘটনা ঘটে। পরে দ্রুত মেরামত করে শাটল ট্রেনটি সচল করা হয়।
তবে মাঝপথে শাটল বিকল হয়ে পড়ায় পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকেই ভিন্ন পথ খোঁজেন ক্যাম্পাসে পৌঁছাতে। তবে ৩০ মিনিটের মধ্যে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউছার মাহমুদ বলেন, শাটলের ব্রেক গিয়ার ভেঙে গেছে। এতে ভর্তিচ্ছুরা ভোগান্তিতে পড়ে। অনেকেই বাস-ট্রাকে করে ক্যাম্পাসে যায়।
এদিকে শাটল ট্রেন বিকলের কারণে ভর্তি পরীক্ষা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ-উদ-দৌলা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানানো হলে পরীক্ষা ১৫ মিনিট পরে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, শাটলের সমস্যা হওয়ার খবর আমরা শুনেছি। বাস পাঠানো হয়। অনেককে বাসে আনা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু