অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বাছাই পর্ব দারুণভাবে শুরু করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলে বড় জয়ের পর দেওয়ার পেরুর বিপক্ষে পেয়েছে ১-০ ব্যবধানের জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী ১৩ অক্টোবর ঘরের মাঠে খেলবেন ভেনেজুয়েলাসের সঙ্গে ও ১৮ অক্টোবর নেইমাররা খেলবেন উরুগুয়েতে। এই দুই ম্যাচ সামনে রেখে আগেই দল ঘোষণা করেছেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। বড় কোনো চমক নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
ভিনিসিয়ুসের মতো আগের দুই ম্যাচের জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আন্তনি। তবে প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়া হয় দল থেকে। আন্তনির পরিবর্তে দলে ডাকা হয় আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এবার ঘোষিত দলেও জায়গা হয়নি আন্তনির। অপরদিকে, জায়গা ধরে রেখেছেন জেসুসও।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস) ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে