January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 6:58 pm

চলে গেলেন কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার

অনলাইন ডেস্ক :

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা পুনীত রাজকুমার মারা গেছেন। শুক্রবার জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্তান্ত হন তিনি। ভারতীয় সময় দুপুর ১২টার দিকে তাঁকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সী এই অভিনেতার অকাল মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম ফিল্ম ফেয়ার। যদিও পরিবারের কোনো সদস্য বা মুখপাত্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, ৪৫ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। দ্রুতই হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত আপডেট জানাবেন। ওই প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে প্রিয় অভিনেতার এমন খবরে শোকাহত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। হাসপাতালের বাইরে জড়ো হতে শুরু করেছে ভক্তরা। সে কারণে পুনীত রাজকুমারের পুনের বাসভবন ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক। শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে, কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার। বর্তমানে তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা।