January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 20th, 2024, 9:23 pm

চাঁদপুরে অটোরিকশা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত

চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলি চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বুলু বেগম, মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীর।

আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে বুলু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। বাকি আহত মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

—–ইউএনবি