February 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 23rd, 2024, 5:05 pm

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।

বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।