December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 2nd, 2023, 7:57 pm

চাঁদপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার, আহত ৩

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২ অক্টোবর) সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার উত্তর পালাখাল গ্রামের হাবিব উল্যার ছেলে এবং কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার রাগদৈল গ্রামের আবু তাহের, আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও নবীর হোসেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল ইউএনবিকে জানান, আল-আরাফাহ বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পরপর উভয় পরিবহনের চালক পলাতক রয়েছেন।

—-ইউএনবি