চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, চাঁদপুরগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রবাসী নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং অপর ২ জন আহত হন।
আহত মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবরকে (৫৫) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
—–ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার