January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 27th, 2023, 9:08 pm

চাঁপাইনবাবগগঞ্জে নারীর অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে আটক ১

চাঁপাইনবাবগঞ্জে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারন, ব্লাকমেইল করে অর্থ আদায় ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রবিবার রাতে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউপির মরাপাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহজাহান আলী(৪৫) ওই এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, দুই বছর আগে প্রবাসে থাকার সময় শাহজাহান আলী ওই নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে। শাহজাহান আলী ভিকটিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনের সময় স্পর্শকাতর ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় এবং পরবর্তীতে অবৈধ সম্পর্কে বাধ্য করে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের সংসার বিচ্ছেদ ঘটে।

এরপর পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও শাহজাহান আলী রাজি হয়নি।

পরবর্তীতে ভিকটিম পুনরায় একটি বিয়ে করলে শাহজাহান আলী ভিকটিমের নামে ভুয়া ফেসবুক একাউন্টে তাদের পুরনো অশ্লীল ছবি এবং ভিডিও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয়।

ভিকটিম এবং তার পরিবারের নিকট থেকে এসব অভিযোগ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহান আলীকে অশ্লীল কার্যকলাপে ব্যবহৃত মোবাইলসহ আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—-ইউএনবি