চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিল বহনের অভিযোগে ইদ্রিশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪২৫ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব।
শুক্রবার (২ আগস্ট) র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ওই উপজেলার কানসাট বাজার ব্রিজ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তার ইদ্রিশ আলী (৫৫) জেলার নাচোল উপজেলার বাজারপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল কানসাট বাজার ব্রিজ ঘাট এলাকায় একটি অটোভ্যানের গতিরোধ করে তল্লাশি চালায়। সেসময় আমের ক্যারেটের মধ্যে ৪২৫ বোতল ফেনসিডিলসহ ইদ্রিশ আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
—–ইউএনবি

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা