চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মনাকষা সীমান্তের হাদিনগর বটতলা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কয়েকজন চোরাকারবারি ভারত থেকে আনা ইয়াবার একটি বড় চালান হাদীনগর এলাকা দিয়ে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে বুধবার রাতে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়।
এসময় টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা প্লাস্টিকের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন