Tuesday, January 28th, 2025, 11:31 pm

চাইল্ড কেয়ার স্কুল এণ্ড কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ  উপজেলার ঐতিহ্যবাহী  ইংলিশ  ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ড কেয়ার স্কুল এণ্ড কলেজ’র শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল দৃশ্যত।
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসক (নির্বাহী অফিসার) তানভীর ফরহাদ শামীম।তিনি
এ শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়র কামরুল হাসান, বেলায়েত হোসেন, মাহমুদের রহমান রিপন, মেহেদী হাসান টিপুু,স্কুল ম্যানেজিং ডিরেক্টর নিরোধ ভৌমিক, ডিরেক্টর সুমন চন্দ্র দাস, মহি উদ্দিন লিপু, প্রিন্সিপাল লিপি চক্রবর্তী, স্কুল শিক্ষার্থীরা ।
আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিনের কর্মসুচী শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনা, বেলুন উড়ানো  মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
সমাপনী অধিবেশনে  ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ আয়োজনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, গুণীজন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করেন।