এপি, চিলি :
চিলির প্রেসিডেন্ট শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বলেছেন, চিলির মধ্যাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তারা জানান, অন্তত ১ হাজার ১০০ বাড়ি ধ্বংস হয়েছে।
জাতীয়ভাবে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সতর্ক করে বলেন, ভালপারাইসো অঞ্চলে চারটি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া দমকলকর্মীদের সেসব এলাকায় যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
প্রেসিডেন্ট বোরিক চিলির জনগণকে উদ্ধারকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যদি আপনাকে খালি করতে বলা হয় তবে তা করতে দ্বিধা করবেন না। দাবানল দ্রুত অগ্রসর হচ্ছে এবং জলবায়ু পরিস্থিতির কারণে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। এলাকাগুলোয় উচ্চ তাপমাত্রা, শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতা বিরাজ করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার বলেন, দেশের মধ্য ও দক্ষিণে ৯২টি দাবানল জ্বলছে, এই সপ্তাহে ওইসবগুলোতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল।
দাবানলগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভালপারাইসো অঞ্চলের, যেখানে কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর খালি করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও