অনলাইন ডেস্ক :
অলৌকিক ঘটনার সাক্ষী হলো চীন। একটি ছয়তলা ভবন ধসের ছয় দিন পর ধ্বংসস্তূপে এক নারীকে জীবিত উদ্ধার করা গেছে। মধ্যরাতে ওই নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এমনটাই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ১৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করতে সক্ষম হয় জরুরি বিভাগ। পরিচয় প্রকাশ না করা ওই ২১ বছর বয়সী নারী গত শুক্রবার বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভবনে কেঁপে ওঠে। তাকে উদ্ধারের আগে আরও এক নারীকে বের করে আনা হয়। ভবনটি আবাসিক ও ব্যবসায়িক কাজে ব্যবহার হয়ে আসছিল। ওইদিনের ঘটনার পরপরই তার মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারিখ ও সময়ের বিষয়টি নজরে রেখেছিলেন ওই নারী। ধ্বংসস্তূপে একটি পাত্রে সামান্য পানি থাকায় সেটি খেয়েই বেঁচে ছিলেন তিনি। উদ্ধারের সময় ওই পাত্রে কিছু আরও কিছু পানি ছিল। বাকি নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। চীনের বিভিন্ন প্রদেশে প্রায়ই সময় ভবন ধসে প্রাণহানির খবর পাওয়া যায়। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস