চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারের সময় ২৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উথলীতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারেরা হলেন- দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাদপুর গ্রামের মো. পিন্টু বিশ্বাস (৫০ এবং ওই উপজেলার ইশ্বরচন্দ্রপুর গ্রামের মো. সিয়াস হোসেন।
৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম ২৩টি স্বর্ণের বারের দাম ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক মাসুদ পারভেজ রানা।
বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল উথলী বিওপির পাশে অভিযান চালায়। দুপুর ১২টার দিকে একটি ইজিবাইক উথলী থেকে জীবননগর সীমান্তের দিকে যেতে দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা ইজিবাইকটি তল্লাশি করে স্বর্ণের বার জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে।
বিজিবি আরও জানায়, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল।
জীবননগর থানায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫