জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সদর উপজেলাধিন চেঙ্গের খাল নদী থেকে ডেজার দ্বারা বালু উত্তোলন করছে একটি চক্র। এ বালু উত্তোলনের ফলে দক্ষ নাবিক গড়ার প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমীসহ অত্র এলাকায় ভূমি ধ্বসের আশংকা এবং মারাত্মক শব্দ দূষনের সৃষ্টি হয়েছে। বিরামহীন এ বালু উত্তোলন বন্ধে মেরিন একাডেমীর পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করা হয়েছে।
৭ জুন বুধবার বাংলাদেশ মেরিন একাডেমী সিলেট এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান বরাবরে এ আবেদন প্রেরন করেন।
আবেদন সুত্রে জানা যায়, সিলেট নগরীর উপকণ্ঠে সিলেট কেন্দ্রীয় কারাগারের নিকটবর্তী চেঙ্গেরখাল নদীর তীরবর্তী এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি। দেশের সমুদ্র জয়ের উদ্দেশ্যে ও দক্ষ নাবিক গড়ার লক্ষে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর একাডেমির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় সদর উপজেলার বাদাঘাট এলাকায় নির্মিত মেরিন একাডেমী গোটা সিলেট বাসীর জন্য আশির্বাদ। যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা সমুদ্র জয়ের লক্ষ্যে নাবিক হওয়ার প্রত্যয়ে অধ্যয়ন করছে। অথচ একটি চক্র বালু উত্তোলন করে বৃহত্তর বাদাঘাট তথা হাটখোলা ইউনিয়ন বাসীর মধ্যে চরম দুশ্চিন্তার জন্ম দিয়েছে। ড্রেজারের মাধ্যমে বিরামহীন বালু উত্তোলনের ফলে একাডেমি পার্শ্বস্থ অঞ্চল হতে বালু সরে যাওয়ায় যে কোন সময়ে একাডেমিটিতে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বালু উত্তোলনের কারণে সৃষ্ট শব্দ দুষণের দরুণ একাডেমির শ্রেণি কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে আলাপকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ডেন্ট, ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর বলেন, মেরিন একাডেমীর সংলগ্ন এলাকায় অব্যাহত বালু উত্তোলন গোটা এলাকার জন্য হুমকি স্বরূপ। মেরিন একাডেমি সহ অত্র এলাকার বৃহত্তর স্বার্থে ড্রেজার মেশিনের বালু উত্তোলন বন্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট দপ্তরে একটি আবেদন প্রেরণ করা হয়েছে এবং এর অনুলিপি নৌ পরিবহন মন্ত্রণালয়ের একান্ত সচিব, অতিরিক্তি সচিব (প্রশাসন), জেলা প্রশাসক সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর সিলেট, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান বলেন, মেরিন একাডেমি প্রদত্ত আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণসহ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী