December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 6th, 2023, 8:59 pm

ছাড়পত্র পেল সাইমনের ‘জলরঙ’

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। যার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তিনি চলচ্চিত্রে এক দশক ধরে কাজ করে যাচ্ছেন। ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘ব্ল্যাকমানি’ ‘জান্নাত’ র মতো সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার সাইমন অভিনীত নতুন সিনেমা ‘জলরঙ’ চলতি বছরে শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির নির্মাতা অপূর্ব রানা। তিনি বলেন, মঙ্গলবার আমাদের সিনেমা ‘জলরঙ’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখন অফিশিয়াল ছাড়পত্র আমাদের কাছে আসেনি।

আশা করছি দু-একদিনের মধ্যে কাগজটা পেয়ে যাব। তারপর সিনেমাটি মুক্তির রিলিজের ডেট নেবো। তবে ইচ্ছে আছে এ বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবো ‘জলরঙ’ সিনেমা। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তিনি আমার অনেক কাছের ভাই। তবে সিনেমাটির গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। খুব সুন্দর একটি গল্প দেখতে পাবেন দর্শক প্রেক্ষাগৃহে। ‘জলরঙ’ সিনেমায় সাইমন ছাড়াও একঝাঁক তারকাশিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, জয়রাজ, কমল পাটেকার, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরীসহ অনেকে।২০২০-২১ অর্থ বছরে প্রযোজক দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ সিনেমার জন্য অনুদান পেয়েছিলের ৬০ লাখ টাকা।