January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:46 pm

ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

দিনাজপুরের একটি ছাত্রীনিবাস থেকে মাধবী রায় বর্মন নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাধবী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সম্মুখ প্রান্ত ছাত্রীনিবাস থেকে সুরতহাল প্রতিবেদন শেষে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। সহপাঠীর এমন মৃত্যুর ঘটনায় মাধবীর ছাত্রীনিবাসের মালিকের সংশ্লিষ্টতা দাবি করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ দেখতে পায় অবস্থানরতরা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ছাত্রীটি আমাদের বিশবিদ্যালয়ে পড়ালেখা করে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। এদিকে সহপাঠীর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মৃত্যুর ঘটনাটি ঘটেছে দুপুরে। কিন্তু ছাত্রীনিবাসের মালিক সেটি গোপন করে কক্ষে তালা দিয়ে রেখেছিলো। এমন দাবি করে তারা রাত সাড়ে ৯ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।