January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 7:55 pm

ছেলের জন্মদিনে শাকিবের স্টেটাস

অনলাইন ডেস্ক :

শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ৬ বছরে পা দিয়েছে। সোমবার তার জন্মদিন। জন্মদিনে ছেলেকে ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন শাকিব খান। ছেলের সঙ্গে তোলা ছবির সঙ্গে এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি। যেখানে এই নায়ক সব সময় ছেলের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন। জয়কে নিয়ে শাকিব খান লিখেছেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সব সময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।’ শাকিব বলেন, ‘তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশাল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন কর। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাক। বিশ্বাস করি, যেদিন আমি থাকব না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকব আরো বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।