নিজস্ব প্রতিবেদক:
ঝড়ো হওয়া, তুমুল আওয়াজ! হেলিকপ্টারের দরজা খুলে মাটিতে পা রাখলেন আফরান নিশো। ঝুটি বাঁধা চুলে দেখা গেল তাকে। জন্মদিনে জানান দিলেন, বড় পর্দায় আসছেন তিনি। সঙ্গে দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা।
দেড় বছরেরও বেশি সময় কোথাও দেখা যায়নি নিশোকে। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় চুলের ছবি নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। এরই মাঝে জানা যায়, শিহাব শাহীনের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশো। ছবির নাম ‘দাগি’।
আজ (৮ ডিসেম্বর) রোববার অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এই দিনে অনুরাগীদের মন ভালো করে তিনি জানালেন, আসছে ঈদুর ফিতরে বড় পর্দায় ফিরছেন তিনি। প্রচারণার এক ভিডিওটিতে নিশোকে বলতে দেখা গেছে, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে!’
গল্পনির্ভর সিনেমা ‘দাগি’। এটি মূলত একজন হিরোর গল্প। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের গল্প এখানকার দর্শক আগে দেখেননি। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে আমরা কাজ করছি।’
নায়িকা তমাও দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত। এরই মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও সেসবে সাড়া দেননি তিনি। তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও একটা ঠিকঠাক প্রোডাকশনে ফিরতে পারছি। “দাগি”র গল্পটা অনেক ভালো লেগেছে আমার। কার বিপরীতে কাজ করছি, সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’
দর্শকের প্রত্যাশা কি মেটাতে পারবে দাগি? এমন প্রশ্নে সিনেমার অন্যতম প্রযোজক আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা এই প্রত্যাশার কথা জানি, বুঝি এবং সম্মান করি। দর্শকদের প্রত্যাশা যাতে পূরণ হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর সেজন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে।’
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি সমসময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার কাছে অন্যরকম লেগেছে।’
আরও পড়ুন
গণবিক্ষোভ আতঙ্কে পতনের আশঙ্কায় মোদি সরকার
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক
অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন