জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক (১১ নভেম্বর) শনিবার ভোর ৫.০০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রফেসর শাহ্ আজম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অধ্যাপক ইমদাদুল হকের মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে পারেন তার জন্য রবীন্দ্র উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।
এক শোকবার্তায় রবীন্দ্র উপাচার্য বলেন, প্রফেসর ইমদাদুল হকের সঙ্গে আন্তঃবিশ্ববিদ্যালয় অনেক কাজ করার সুযোগ ঘটেছে আমার । তাঁর প্রজ্ঞা,দক্ষতা ও আন্তরিকতা সর্বোপরি কাজের প্রতি যে নিষ্ঠা তিনি প্রদর্শন করেছেন, পরবর্তী প্রজন্মের নিকট তা অনুসরণীয় ও অনুপ্রেরণাদায়ী হয়ে থাকবে। তাঁর মতো সজ্জন, শিক্ষাহিতৈশি মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে বেদনাহত।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি