January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 7:39 pm

জাঁদরেল গোয়েন্দা আফরান নিশো!

অনলাইন ডেস্ক :

বাংলা নির্মাণে যুক্ত হচ্ছে আরও একটি গোয়েন্দা চরিত্র- কাইজার। আর এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে জাঁদরেল গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। আর ‘কাইজার’ নামে এটি আনছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই। পরিচালনায় আছেন তানিম নূর। গোয়েন্দা চরিত্রটি নিয়ে আফরান নিশোর ভাষ্য, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেকরকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শকেরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেয় তা জানার অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির। কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী হৃদ্ধিসহ আরও অনেকে। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আগামী ৮ জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।