অনলাইন ডেস্ক :
জাতিসংঘ ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে উত্তেজনা ও স্থবিরতাপূর্ণ অবস্থানের পর নিউইয়র্ক পুলিশ বৃহস্পতিবার জাতিসংঘ ভবনের বাইরে একটি শটগানসহ এক ব্যক্তিকে আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ওই ব্যক্তি ভবনের একটি প্রধান প্রবেশ পথের সামনে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
ছবিতে দেখা যায় দুই ঘন্টার বেশী সময় ওই ব্যক্তি বন্দুক হাতে ফুটপাতে হাঁটছিলো। এ সময় সশস্ত্র পুলিশ তাকে ঘিরে রাখে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনার জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
জাতিসংঘ এর আগে কর্মীদের বলেছিল যে এলাকাটি পুলিশ দিয়ে সুরক্ষিত এবং জাতিসংঘের কোন কর্মী বা সহযোগীদের আতঙ্কিত হবার কোন কারণ নেই।’
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন