নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব এ তথ্য জানান।
তিনি জানান, জাতীয় ঐক্য ডাকের লক্ষ্যে আজ ছাত্রনেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।
আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা থাকবেন জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন রাজনীতি দল অংশ নেবে, এটা আগামীকাল জানতে পারবেন।’
ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দ্রুত নির্বাচনে দেশ রক্ষা পাবে, আপনাদের মানসম্মানও থাকবে
ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর