January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 1:24 pm

জাপানের ধনকুবের মিকিতানি ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার দানের ঘোষণা দিয়েছেন

অনলাইন ডেস্ক :

জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ’ হিসাবে অভিহিত করে রবিবার বলেছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন।
ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা একটি চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কিকে বলেছেন রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন।
মিকিতানি বলেন, তিনি ২০১৯ সালে কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
চিঠিতে তিনি বলেন, “আমার চিন্তাভাবনা আপনি এবং ইউক্রেনের জনগণের সাথে রয়েছে।” আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায্য শক্তির পদদলিত করা গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ।”
চিঠিতে তিনি লিখেছেন, “আমি আন্তরিকভাবে আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে পাবে।
রাশিয়ান আগ্রাসনের জন্য দেশটির (রাশিয়া) বিরুদ্ধে জাপানসহ বিশ্বব্যাপী ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইউক্রেনকে সহায়তার জন্য অনুদান চাওয়া হয়েছে।