নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে নির্বাচন, দুর্নীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
আরও পড়ুন
ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আকার ছোট করা যুক্তিসঙ্গত মনে করে কমিশন
সাভারে অবৈধ ইটভাটা টায়ার ও কয়লা কারখানায় অভিযান,জরিমানা ১০ লক্ষ