জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর বলেন, দুর্ঘটনার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থেকে জামালপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই পিকআপের ২ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল গ্রামের ইন্তাজ আলীর ছেলে শামসুল হক (৪০) এবং অপর জন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সর্তরপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
দুর্ঘটনার খবর পেয়ে জামালপুরের ফায়ার সাভির্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- জামাল মিয়া (৫০), সুজা মিয়া (৪৫) ও আবুল কালাম (৪০)। আহতদের মধ্যে পিকআপ চালকও রয়েছেন।
ওসি মহব্বত কবীর আরও বলেন, পুলিশ বাসটি আটক করতে পারলেও বাসের চালক পলাতক রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন