ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে রবিবার দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দিনব্যাপী সম্মেলনটি রবিবার শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।
ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান।
সফরকালে শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন।
দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আগে উভয় দেশের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হয়।
সেগুলো হলো- কৃষি গবেষণায় সহযোগিতা; সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেন সহজীকরণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলনে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের মূল প্রতিপাদ্যের অধীনে বিভিন্ন সেশনে অংশ নেন এবং দু’টি ভাষণ দেন।
একই দিন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। শেখ হাসিনা রবিবার সকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন।
জি২০ সম্মেলনের শেষ দিন ১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেন যেখানে ‘জি২০ নিউ দিল্লি লিডারস ডিকলারেশন’ গৃহীত হয়।
ভারতের জি২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয় এবং এই সভাপতিত্ব সময়ে ভারত বাংলাদেশসহ মোট ৯টি অতিথি দেশকে সম্মেলনে আমন্ত্রণ জানায়।
বাকি ৮ দেশ হলো- মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ
কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে…সচিব নাসরীন জাহান