অনলাইন ডেস্ক :
মৌসুমী হামিদের লাভের মিস্ট্রি জানতে হলে তার সঙ্গে প্রেম করতে হবে। আমি জীবনে যত প্রেম করেছি সবই সিরিয়াস প্রেম। দর্শকরা মৌসুমী হামিদের সঙ্গে প্রেমের সুযোগ পাবে কিনা- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, দর্শকের সঙ্গে তো আমার এক ধরণের প্রেম আছেই। এ সময় ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে নিজের মতামত প্রকাশ করেন মৌসুমী হামিদ। তিনি বলেন, এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে যেসব কাজ দেখতে পাচ্ছি একটু আলাদা ধাঁচের। চরকি এই প্রথম ১২টা প্রেমের গল্প নিয়ে ফারুকী ভাইয়ের তত্ত্বাবধানে ‘মিস্ট্রি অব লাভ’-এর ১২ জন নির্মাতা গতকাল শনিবার শপথ গ্রহণ করেছেন।
এটা একটা ফ্যান্টাসটিক আইডিয়া। আমার কাছে মনে হয়, গল্প তো আসলে সব ধরনের হওয়া উচিত। আমরা তো চাই এই ধরনের কাজ করতে। দর্শকরাও এই ধরনের গল্প পছন্দ করবেন। আমরা তো মারামারি, অনেক ভায়োলেন্স দেখলাম। এখন কিছুদিন প্রেম দেখি, প্রেম শিখি। এখনকার মানুষদের মধ্যে প্রেম কম। তাই একটু প্রেম প্রেম গল্পগুলো এখন বেশি দেখা উচিত।
ওয়েব ফিল্মের ভাষাগত দিক প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, একজন লেখক গল্প লেখেন, একজন পরিচালক সেই গল্পটাকে পর্দায় নিয়ে আসে। সেই গল্পটাকে ফুটিয়ে তুলটে নির্মাতাই ঠিক করেন চরিত্রের ভাষাটা আসলে কেমন হবে। দেখা যায় ওই চরিত্রটা যদি অন্য ভাষায় কথা বলে, তাহলে সেই চরিত্রটা ঠিকঠাক মতো ফুটে উঠে না। মূলত এ কারণেই ভাষাগত দিকটা ব্যবহার করা জরুরী। যে চরিত্রটা যেমন, সেটার জন্য সেই ভাষাটাই প্রয়োগ করা জরুরী।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব