January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 17th, 2022, 7:37 pm

জুভেন্তাসের সঙ্গে ডি সিজলিওর চুক্তির মেয়াদ বাড়ালো

অনলাইন ডেস্ক :

জুভেন্তাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন মাত্তিয়া ডি সিজলিও। নতুন চুক্তির ফলে তিনি ২০২৫ সাল পর্যন্ত এ ক্লাবেই থেকে যাবেন। ধারের খেলোয়াড় হিসেবে লিয়ঁ থেকে ফেরার পর গত মৌসুমে জুভেন্তাসের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন ডি সিজলিও। ২৯ বছর বয়সী এই ফুল ব্যাক ২০১৭ সাল থেকে তুরিনের জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হয়ে আছেন। এই সময় তিনি তিনটি লিগ শিরোপার পাশাপাশি জয় করেছেন একটি ইতালীয় কাপ শিরোপা। ইতালীয় জাতীয় দলের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচেও অংশগ্রহণ করেছেন তিনি। গত বছর চতুর্থ অবস্থান নিয়ে সিরি এ লিগ মিশন শেষ করেছে জুভেন্তাস। ২০১০ সালের পর এই প্রথম তারা একটি ট্রফি শূন্য মৌসুম শেষ করল।