রংপুর ব্যুরো: ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপের চিকিৎসা সেবা নিয়ে কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেরোবির ১৭ আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। চিকিৎসকবৃন্দ আহত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেন। মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ শরিফুর ইসলাম (২৩ জানুয়ারি, ২০২৫) একটি মেডিকেল বোর্ড গঠন করেন।
রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মোখলেছুর রহমানকে আহবায়ক করে মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আতিকুজ্জামান এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়াসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নিজের জীবন বাজি রেখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিমির মধ্যে ৮ দুর্ঘটনা, আহত ১২
পুর্ন নির্মাণের কথা থাকলেও পুরাতন সড়কেই কার্পেটিং