January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 7:02 pm

জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড

বিস্ফোরক মামলায় জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএম‌বি) এর খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমানকে ২০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে।

সোমবার খুলনা অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের আইনজীবী কাজী সা‌ব্বির আহ‌মেদ।

দণ্ডপ্রাপ্ত জিয়াউর রহমান ওর‌ফে সাগর ওর‌ফে সা‌ব্বির না‌টোর জেলার বাঘাতিপাড়া উপ‌জেলার মাইর‌খোলা এলাকার গেদু মোলা ওর‌ফে গেদু মি‌স্ত্রির ছে‌লে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৫ সা‌লের ২৯ ডি‌সেম্বর রাত পৌ‌নে ১২টার দি‌কে ‌মিয়াপাড়া থেকে র‌্যাবের হা‌তে গ্রেপ্তার হন জিয়াউর রহমান। জিজ্ঞাসাবা‌দের একপর্যা‌য়ে তিনি জঙ্গিবা‌দের সা‌থে জ‌ড়িত ব‌লে র‌্যা‌বের কা‌ছে স্বীকার ক‌রে। এরপর তার দেখা‌নো স্থান থে‌কে র‌্যাব দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া য‌শোর ছাত্রাবা‌সের এক‌টি কক্ষ থেকে বিপুল প‌রিমাণ বি‌স্ফোরক দ্রব্য উদ্ধার ক‌রা হয়।

৩০ ডি‌সেম্বর রা‌তে র‌্যা‌বের ডিএডি ইউনুছ আলী বাদী হ‌য়ে দৌলতপুর থানায় বি‌স্ফোরক আই‌নে মামলা দা‌য়ের ক‌রেন। পরে তিনি আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। ২০০৬ সা‌লের ১৯ জানুয়া‌রি দৌলতপুর থানার এসআই জা‌হেদুল হক সরকার তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদাল‌ত আজ এই রায় দেন।

—ইউএনবি