January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 13th, 2023, 7:53 pm

জেএসডি সভাপতি আব্দুর রব হাসপাতালে ভর্তি

ল্যাবএইড হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি ) সভাপতি আ স ম আব্দুর রব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত রব হঠাৎ বেশি অসুস্থ বোধ করায় শুক্রবার রাতে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী তানিয়া রব।

তিনি বলেন, হৃদরোগ বিশেষজ্ঞ এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রব চিকিৎসা নিচ্ছেন।

৭৮ বছর বয়সী জেএসডি সভাপতিকে শনিবার সকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত বছরের জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন রব।

এদিকে, শনিবার দুপুরে অসুস্থ রবকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রবকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হয়ে উছবেন এবং চলমান আন্দোলনে অবদান রাখবেন।’

তিনি এই প্রবীণ রাজনীতিকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

—-ইউএনবি