জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে মারা গেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রিয়াজউদ্দিন আহমেদ ১৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ১৯ ডিসেম্বর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।
—ইউএনবি
আরও পড়ুন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে