করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে ঝুঁকিমুক্ত থাকতে যারা এখনো টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এলাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (এনএমএসটি) উদ্বোধনকালে তিনি বলেন, ‘যারা এখনও টিকা নেননি দ্রুত তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করছি। আমরা স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেয়া শুরু করেছি। টিকা নিলে অন্তত জীবন বাঁচানো যায়।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে কমপ্লেক্সটি উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর একটি নতুন রূপ এখন দ্রুত ছড়িয়ে পড়ছে।
তিনি সবাইকে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ সঠিকভাবে অনুসরণ করার আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও জনপ্রিয় করতে এবং তরুণ ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহিত করতে ২২২ কোটি টাকা ব্যয়ে আধুনিক কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং এনএমএসটির মহাপরিচালক মুহাম্মদ মুনির চৌধুরী বক্তব্য দেন।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার